নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না সাংবাদিক হাসানের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:০৮ এএম, ১২ মার্চ ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে যমুনা লাইন নামের একটি বাসের চাপায় হাসান পারভেজ নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান পারভেজ পাখিমারা এলাকায় তার ভগ্নিপতি নজরুল ইসলামের বাড়িতে ছিলেন। সন্ধ্যায় ওই এলাকার মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলেন। এসময় কুয়াকাটা থেকে আসা বেপরোয়া গতির যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১১-৬৭০৯) পরিবহন তাকে চাপা দেয়। এতে হাসানের মাথার ডান পাশে মারাত্মক জখম হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসান পারভেজ ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি এবং কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সাংবাদিক মহলে। গভীর শোক জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান।

কলাপড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু জানান, তার চলে যাওয়া প্রেস ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুর রহমান জাগো নিউজকে জানান, যমুনা লাইন নামের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।