সৈকতে বসে উপকূলের কষ্ট দেখালেন তারা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৪ মার্চ ২০২২
সৈকতে বসে বালু দিয়ে ঘর বানাচ্ছেন জামাল ফারুক ও তার পরিবার

সমুদ্রের তীর বসে পরিবারের সবাই মিলে বালু দিয়ে তৈরি করছেন ঘর, পুকুর ও টাওয়ার। এগুলোকে ভাঙন থেকে রক্ষা করতে তৈরি করা হচ্ছে বেড়িবাঁধ। এমনই দৃশ্যের দেখা মিললো কুয়াকাটা সমুদ্র সৈকতে।

রোববার (১৩ মার্চ) সৈকতে দেখা মেলে এমন একটি পরিবারের। পরিবার নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছেন জামাল ফারুক ও তার পরিবার। তবে তারা কুয়াকাটায় ভ্রমণে এলেও তাদের জীবনচিত্রকে ভুলতে পারেননি। তাইতো পুরো সৈকতের সকল পর্যটকদের থেকে একটু ভিন্নভাবে দেখা যায় তাদের।

jagonews24

সকল পর্যটকদের হাতে ফুটবল, ক্যামেরা, ঘুড়ি থাকলেও তাদের হাতে রয়েছে বালতি ও ব্যালচা।

এই ভিন্নতার কারণ জানতে চাইলে জামাল ফারুক বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসেছেন। কিন্তু বালতি ও ব্যালচা সঙ্গে করে নিয়ে আসার কারণ হচ্ছে উপকূলের মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রকৃতির যে আচরণ তা তুলে ধরবেন তারা।

jagonews24

পুকুর, ঘর ও টাওয়ারকে রক্ষা করতে বেড়িবাঁধ দিতে দিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী রাবেয়া জানালেন, আজ আমরা অনেক কষ্ট করে বালু দিয়ে বাড়িঘর তৈরি করলাম। একদিক দিয়ে তৈরি করছি অন্যদিক দিয়ে জোয়ারের পানি তা বিলীন করে দিচ্ছে। এই চিত্রটা আসলে সবার কাছে আশ্চর্যের হলেও আমরা আশ্চর্য হই না। কারণ এটাই আমাদের জীবন। এমনটাই বছরের পর বছর আমাদের সঙ্গে হয়ে আসছে।

তিনি আরো জানান, আমাদের উপকূলে বসবাস। বছরে দুই-তিন বার ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলা করি, অনেক শখের বাড়িঘর সমুদ্র গর্ভে বিলীন হয়। এটাকে লালন করেই আমরা বড় হয়েছি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

jagonews24

রাবেয়া জানান, শুধু যে জলবায়ু পরিবর্তনের ফলে বাড়িঘর নষ্ট হচ্ছে এমনটা না, এর প্রভাব শিশু ও নারীদের ওপরও পরছে। অনেক নারী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি জানান, আমাদের এলাকার ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এই দুর্যোগ মোকাবিলা করে আসছে। তাই আমাদের এই চিত্রটিকে ছোট্ট করে উপস্থাপনের চেষ্টা করেছি।

জামাল ফারুক জানান, ছোট ছোট বাচ্চারা খেলার ছলে দেখানোর চেষ্টা করেছে আমরা কতটা ভঙ্গুর এলাকায় বসবাস করি। টেকসই বেড়িবাঁধ ও সরকারি সঠিক পরিকল্পনাই আমাদের এই অনিশ্চয়তা কাটিয়ে সুন্দর একটি জীবন ফিরে দিতে পারে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।