কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ৪ তরুণ আটক
কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা ও টাকাসহ চার তরুণকে আটক করেছে র্যাব।
সোমবার (১৪ মার্চ) সকালে কলাতলী ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পাশে হোটেল জামানের ৭০৭ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির পাঁচ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন-চট্টগ্রাম পাঁচলাইশ শোলকবহর এলাকার মৃত নুরুল আলমের ছেলে নুরুল হাকিম (৩৮), লোহাগাড়া বড় হাতিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন আওয়াল (২৮), কক্সবাজার ভারুয়াখালী বানিয়াপাড়া এলাকার মোস্তফা হোসেনের ছেলে জায়েদ আকবর (২৩) এবং উখিয়া জালিয়াপালং এলাকার জুনু মিয়ার ছেলে রবি আলম (২০)।
র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস