চাঁদপুর হাসপাতালে আইসিইউ বেডের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৮ মার্চ ২০২২
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টায় হাসপাতালে চার শয্যার আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর মাধ্যমে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বলেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা আমরা অবশেষে চাঁদপুরে চার শয্যার আইসিইউ সেবার উদ্বোধন করতে পেরেছি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

jagonews24

ডা. দীপু মনি বলেন, ‘চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে একসময় অনেক দৈন্যদশা ছিল। বর্তমানে আমরা সেই অবস্থা থেকে অনেক দূর এগিয়ে এসেছি। যদিও এখানে আমাদের আরও বেশকিছু উন্নয়ন করা দরকার। সে বিষয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের এখানে নিওনেটাল চাইল্ডদের (নবজাতক) স্পেশাল কেয়ার স্থাপন করা হয়েছে। একেবারে কম ওজনের যেসব বেবি জন্মগ্রহণ করে তাদের আগে ঢাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন হতো। তাদের এই কেয়ারে চিকিৎসা দেওয়া হয়। যা আগে ছিল না। আগে ঢাকায় নিয়ে গেলে সেসব বাচ্চাদের বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে যেতো। আমরা হাসপাতালে আরও কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই।’

jagonews24

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।