ঠাকুরগাঁওয়ে বস্তিতে কয়েলের আগুনে পুড়লো ৭ পরিবারের ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৭ মার্চ ২০২২
আগুনে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের বড় মসজিদের দক্ষিণ পাশে একটি বস্তিতে কয়েলের আগুনে পুড়ে গেছে ৭টি পরিবারের ঘর।

রোববার (২৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, রোববার (২৭ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে গড়েয়া বাজারের একটি বস্তিতে শোয়ার ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

ঠাকুরগাঁওয়ে বস্তিতে কয়েলের আগুনে পুড়লো ৭ পরিবারের ঘর

সরোয়ার হুসাইন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে বস্তিতে কয়েলের আগুনে পুড়লো ৭ পরিবারের ঘর

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জাগো নিউজকে বলেন, গড়েয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত মোট ৭টি পরিবারকে শুকনো খাবার, কম্বল ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

তানভীর হাসান তানু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।