৫ ধর্ষণ মামলায় পাঁচজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ মার্চ ২০২২

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে ৫টি পৃথক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রিপন মিয়া, রুকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস ও আসাদ মিয়া।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আদালত আজ একটি অন্যরকম রায় দিয়েছেন। আমি মনে করি নির্যাতিত নারীরা সঠিক বিচার পেলেন।

লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।