টেন্ডার ছিনতাই: যুবলীগ নেতাসহ পাঁচজন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ৩০ মার্চ ২০২২
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এহসান আহমদ উজ্জ্বল

সুনামগঞ্জে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

গত মাসের ১৬ ফেব্রুয়ারি সকালে সদর হাসপাতালের মালামাল সরবরাহ সংক্রান্ত দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাই হয়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান উল্লাহ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, জুনেল আহমদ রিগেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হামিদুর রহমান লিমন ও রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদকে আটক করে পুলিশ। ঘটনার পর যুবলীগের জেলা ও কেন্দ্রীয় কমিটি এহসান আহমদ উজ্জ্বলকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

এ ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান ঈগল এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার পাভেল বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় টেন্ডার ছিনতাইয়ের মামলা করেন। মামলায় গত ১০ মার্চ পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত জামিন নেন আসামীরা। বুধবার পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আসামিরা জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলার আসামিরা পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত আদালত থেকে জামিন নিয়েছিলেন। বুধবার পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আসামিরা জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

লিপসন আহমেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।