বন্যার আগেই ভেঙে গেলো নজরখালী বাঁধ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকে ধানক্ষেত তলিয়ে গেছে। শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত নজরখালী বাঁধটি ভেঙে যায়।
গত কয়েকদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদ-নদীর পানি বাড়ছিল। শুক্রবার (১ এপ্রিল) রাতেও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। শনিবার সকালে বাঁধটি ভেঙে যায় এবং হাওরের পানি ঢুকতে থাকে।
হাওরের কৃষক তানজিল মিয়া জাগো নিউজকে বলেন, ‘হাওরের বাঁধের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। এ কারণে বাঁধটি ভেঙে গেছে। এখন আমাদের ২০১৭ সালের মতো দুর্দশার শিকার হতে হবে।’

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল জাগো নিউজকে হাওরের বাঁধ ভেঙে পানি ঢোকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় বাঁধটি ভেঙে যায়। তবে এতে তেমন কোনো ক্ষতি হবে না। কারণ এই হাওরে বোরো ধান খুবই কম হয়। অন্য হাওরের বাঁধগুলো সুরক্ষিত আছে। আশা করি দু-একদিনের মধ্যে নদীর পানি কমে যাবে।’
লিপসন আহমেদ/এসআর/জিকেএস