ফসল ঘরে তোলা পর্যন্ত যাদুকাটা নদীর বালু উত্তোলন বন্ধ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ায় ঝুঁকিতে পড়েছে হাওড়ের ফসলরক্ষা বাঁধ। তাই বাঁধের সুরক্ষায় জেলার তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইজারাদাররা।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ইজারাদার ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।
তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে। এখন ফসল উত্তোলনের সময়। হাওরের ফসলরক্ষা বাঁধগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় আমরা যাদুকাটায় বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বালু মহালে ২০ হাজার শ্রমিক কাজ করেন। বালু উত্তোলন বন্ধ রাখলে এই শ্রমিকরা যাতে হাওরের ফসলরক্ষা বাঁধে নিয়োজিত থাকেন এবং ফসল উত্তোলনের কাজ করেন আমরা তাদের সেই অনুরোধ করেছি।
সেলিম আহমদ আরও বলেন, বৈশাখী ফসল ঘরে তোলা না পর্যন্ত যাদুকাটায় বালু উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।
লিপসন আহমেদ/এমআরআর/জিকেএস