গাজীপুরের ব্যবসায়ীদের ভরসা পোশাক শ্রমিক ও গ্রামের ক্রেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২২ এপ্রিল ২০২২

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের মার্কেট ও বিপণিবিতানগুলোর বেশ কেনাকাটা জমে উঠেছে। গত দুই বছরের খরা কাটিয়ে এবার ভালো বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, জেলার বিত্তশালীরা ঈদ বাজার করতে চলে যান উত্তরা কিংবা রাজধানীর ভেতরের শপিংমলগুলোতে। তাই তাদের ভরসা স্থানীয় পোশাক শ্রমিক ও শহরের আশপাশের ক্রেতারা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) গাজীপুর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটগুলোতে পুরুষের চেয়ে নারী ও শিশুদের উপস্থিতি বেশি। সকাল থেকেই বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা তাদের পছন্দের ঈদ পোশাক কেনার জন্য বাজারে আসছেন। মার্কেটগুলোতে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, জুতাসহ নানা পণ্যের দোকানগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

এবারের ঈদ বাজারে দেশীয় পণ্যের সঙ্গে পাকিস্তানি ও ইন্ডিয়ান লোনের থ্রি-পিস নারীদের পছন্দের তালিকায় রয়েছে। শিশুদের পছন্দের তালিকায় স্কার্ট, থ্রি-পিস, জিন্সের প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট, কাজ করা নানা ডিজাইনের ফ্রক এবং দেশি-বিদেশি লেহেঙ্গা রয়েছে।

jagonews24

পছন্দের জামা-কাপড় কেনা শেষে তারা ছুটছেন কসমেটিকস কেনার জন্য। এ তালিকায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি, জামার সঙ্গে রং মিলিয়ে হিজাব, ওড়না, গহনা, নেইল পলিশ, লিপস্টিক, মাথার চুলের ক্লিপ।

শহরতলীর বাড়িয়া এলাকা থেকে আসা আসমা বেগম জানালেন, তার স্বামী প্রবাসে থাকায় তিনি দুই সন্তান নিয়ে একটু আগেভাগেই কেনাকাটার জন্য শহরের মার্কেটে এসেছেন। শিশুদের পছন্দের জিনিস কেনার পর আত্মীয়-স্বজনদের জন্যও কেনাকাটা করবেন।

বাজারের ব্যবসায়ী কমল চন্দ সরকার জানান, গত দুই বছর বাজারে তেমন ক্রেতা পাওয়া যায়নি। এবছর বাজারে প্রচুর ক্রেতা রয়েছে। বেচাকেনাও বেশ ভালো।

jagonews24

এদিকে, মার্কেটগুলোতে জামাকাপড়, জুতাসহ নানা পণ্যের দোকানে বেশ ভিড় থাকলেও স্বর্ণের বাজারে তেমন ক্রেতা নেই। জুয়েলারি ব্যবসায়ী সংকর চন্দ্র দাস বলেন, পহেলা বৈশাখের আগে কিছু বেচাকেনা ছিল। কিন্তু ঈদের সময় যেভাবে ক্রেতা আশা করেছিলাম তা এখনো পর্যন্ত নেই।

তিনি আরও বলেন, দাম বেশি থাকায় মধ্যবিত্তরা এখন আর স্বর্ণের দোকানের দিকে আসতে চান না। বিয়ে-শাদী না হলে তারা শখ করে আর স্বর্ণের গহনা পড়তে চান না।

jagonews24

ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, গত পহেলা বৈশাখের আগেই বিভিন্ন পোশাক কারখানায় বেতন হয়ে যাওয়ায় শ্রমিকরা বিকেলে বা ছুটির দিনগুলোতে কেনাকাটার জন্য মার্কেটে আসছেন। এজন্য ছুটির দিনে মার্কেটে ভিড় লেগে থাকে। আর বেচাকেনাও বেশ ভালো।

আর ব্যবসায়ী আল মামুন বলছেন, গাজীপুরের ধনীরা কেনাকাটার জন্য যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, উত্তরা, গুলশান, বনানী চলে যান। সেই তালিকায় কিছু মধ্যবিত্ত লোকজনও রয়েছেন। তবে সাধারণ ক্রেতা, পোশাক কারখানার শ্রমিক এবং শহরের আশপাশের গ্রামের লোকেরাই আমাদের ভরসা।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।