এবার মাঝ পদ্মায় বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০২ মে ২০২২

পদ্মা সেতু নয়, এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে ফেরির। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে।

ফেরির যাত্রীরা জানান, রোববার (১ মে) রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর কাছে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মাঝে।

যাত্রীরা আরো জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরই পদ্মা সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। বাইরে বৃষ্টি হচ্ছিলো। ফেরি কর্তৃপক্ষ কোনো লাইটও জ্বালায়নি। আমাদের কোনো সর্তক করেনি। ধাক্কা লেগে যখন ফেরি হেলে পড়ে তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।

jagonews24

বিআইডব্লিউটিসির বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে।

ফেরিটির কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবেন।

মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নাসিরুল হক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।