নানিকে ঈদের কাপড় দিয়ে ফেরার পথে লাশ হলো কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৩ মে ২০২২
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঈদের নামাজ শেষে নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি যায় রোমান ও তার বন্ধু নাসিম। মোটরসাইকেলযোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিএসআই রুহুল আমিন জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাসিরুল হক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।