রাজৈরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ পিএম, ০৪ মে ২০২২

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের মোল্লাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

নিহতরা হলেন-উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫) ও একই উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে শান্ত তপাদার (২৩)। এছাড়া নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বুধবার (৪ মে) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মোল্লাকান্দি এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয়। দুইজনের পরিচয় জানা গেছে। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

একে এম নাসিরুল হক/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।