নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৮ মে ২০২২
দুর্ঘটনাকবলিত বাস

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (৮ মে) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা শরিয়তপুরের নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস দেউন্দি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সেলিনা নামের ওই নারী মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জে আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়।

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারী নিহত

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।