শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৯ মে ২০২২
প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে শাওন মিয়া (১২) নামের এক মাদরাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

রোববার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শাওন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়চর গ্রামের জমির আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের কুতুবের চক মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দেয়। এসময় অসাবধানতাবশত তার হাত সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর মো. রজব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।