ধুনটে ঝড়ে ৩ শতাধিক পাখির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ মে ২০২২
যত্রতত্র পড়ে আছে মরা পাখি

বগুড়ার ধুনটে পাখিদের অভয়ারণ্য বলে খ্যাত সরকার বাড়িতে কয়েক দিন ধরে দফায় দফায় ঝড়ের তাণ্ডবে তিন শতাধিক দেশীয় পাখি মারা গেছে। ভেঙে পড়েছে পাখির বাসা। নষ্ট হয়েছে অসংখ্য ডিম।

সোমবার (২৩ মে) দুপুরে বাড়ির মালিক ভুটান সরকারের সঙ্গে কথা হয়। তিনি জানান, অন্তত ১২ বিঘা জমির ওপর বাড়ির চারপাশে বাঁশঝাড়, নিম, বেল, তেঁতুলসহ নানা জাতের গাছে ওইসব পাখির বাসা। এখানে শামুকখোল, বক, হাঁসপাখি, পানকৌড়ি, শালিক, টিয়া, দোয়েল, ময়না, মাছরাঙা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ুইসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির রাজত্ব। প্রতিদিন হাজার হাজার পাখির প্রজনন ঘটে। ডিম থেকে ফুটে বাচ্চা। এখন প্রায় সব বাসাতেই পাখিদের ডিম ও ছানা। কয়েক দিন ধরে দফায় দফায় ঝড়ে গাছ গুলো উপড়ে পড়েছে। এতে ভেঙে গেছে পাখির বাসা। ডিম ও বাচ্চার ক্ষতি হয়েছে। মারা গেছে তিন শতাধিক পাখি। আহত হয়েছে অসংখ্য।

jagonews24

এলাকার পাখি প্রেমী রেজাউল হক মিন্টু জানান, ঝড়ে অসংখ্য পাখির মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে একই ধরনের গাছ লাগানো হচ্ছে। মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটতে পারতো। তাই দুর্যোগ এড়াতে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।