বান্দরবানের পাহাড়ি গর্ত থেকে ১৩ দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৩ মে ২০২২
বিজিবির হাতে জব্দ অস্ত্র ও মাদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকা থেকে ১৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২২ মে) রাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুতলী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে পাহাড়ে মাটির গর্ত থেকে লুকানো ১৩টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) ও ১২ বার্মিজ মদের বোতল উদ্ধার করা হয়। জব্দ অস্ত্র ও মাদক নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে করে জমা করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।