তিতাসপাড়ে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধ ছড়াচ্ছে ক্লিনিকের ভেতর

আবুল হাসনাত মো. রাফি আবুল হাসনাত মো. রাফি , ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৫ মে ২০২২
নদীপাড়ে পৌরসভার ময়লার ভাগাড়

তিতাস নদীর পাড় ঘেঁষে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেষ প্রান্তে মেড্ডা এলাকায় অবস্থিত জেলার একমাত্র টিবি ক্লিনিক (পুরাতন বক্ষব্যাধি ক্লিনিক)। প্রতিদিন দূর-দূরান্ত থেকে যক্ষাসহ বক্ষব্যাধি রোগে আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘ পাঁচবছর ধরে হাসপাতালে পাশ দিয়ে নদীপাড়ে ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ।

ময়লার দুর্গন্ধে নাকাল হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে কাজ হয়নি। জেলা প্রশাসনের সভায়ও এ বিষয়ে আলোচনা করে কোনো প্রকার সুরাহা মেলেনি।

সরেজমিনে মেড্ডায় টিবি ক্লিনিকে গিয়ে দেখা যায়, তিতাস নদীর তীরে পৌর কর্তৃপক্ষের ময়লার ভাগাড়। এ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতালের ভেতরেও। এরপরও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু সেবা নিতে আসা রোগীরা নাক-মুখ চেপে বসে আছেন। অনেকে আবার ময়লার দুর্গন্ধ সহ্য না করতে পেরে দৌড়ে বের হয়ে যাচ্ছেন ক্লিনিক থেকে।

jagonews24

স্টাফরা জানালেন, ক্লিনিকের পূর্বদিকের দেয়ালের পাশে তিতাস নদীর তীরে পৌর কর্তৃপক্ষ ময়লার ভাগাড় বানিয়েছে। এতে যেমন ক্লিনিকের ভেতরে দুর্গন্ধ ছাড়াচ্ছে, তেমনি নদীর পানি দূষিত হচ্ছে।

খাদিজা আক্তার নামে রোগীর স্বজন বলেন, ‘বাধ্য হয়ে ক্লিনিকের ভেতরে বসে আছি শুধু চিকিৎসা নিতে। নাহলে এখানে কোনো স্বাভাবিক মানুষ থাকার কথা নয়।’

রুমেল মিয়া নামের আরেকজন বলেন, ‘হাসপাতালের ভেতরে এত দুর্গন্ধে মানুষ কীভাবে চিকিৎসা নিতে আসে বুঝে আসছে না। দম বন্ধ হওয়ার মতো অবস্থা ‘

কথা হয় ক্লিনিকের চিকিৎসক মেহেদী হাসানের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের কিছু করার নাই। ময়লার দুর্গন্ধে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নিজের দায়িত্ব তো পালন করতে হবে। কিন্তু ক্লিনিকে আসা রোগীরা সহ্য করতে পারেন না। তারাও আমাদের প্রশ্ন করেন এত দুর্গন্ধে কীভাবে বসে চিকিৎসা সেবা দিচ্ছি।’

jagonews24

ক্লিনিকের ইনচার্জ ডা. মাহমুদা বেগম জাগো নিউজকে বলেন, আমি আসার আগে থেকে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। আমাদের তো নিজেদের কোনো বর্জ্য নেই। আশপাশের বাজার গুলোর সব ময়লা আবর্জনা তিতাস নদীর তীরে এ ক্লিনিকের দেয়ালের পাশে ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। ফলে বাতাসে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে ক্লিনিকের ভেতরে। আমরা পৌরসভাকে এ বিষয়ে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। সিভিল সার্জন এ বিষয়ে চেষ্টা করেও কোনো ফলাফল এখনো পাননি।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জাগো নিউজকে বলেন, ‘আমরা পৌর কর্তৃপক্ষকে বেশ কয়েকবার লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। জেলা উন্নয়ন কমিটির সভায়ও বিষয়টি উপস্থাপন করেছি। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে ব্যবস্থা নেবে।’

ময়লার ভাগাড় নিয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন জাগো নিউজ'কে বলেন, ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে খুব ব্যস্ত আছি। টিবি ক্লিনিকের বিষয়ে কাজ করতে সময় পাচ্ছি না। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।