ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
মঙ্গলবার (৭জুন) সকাল থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি পালন করছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা, বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসে সবধরনের পণ্য খালাস কার্যক্রম থেকে বিরত থাকবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।
তিনি বলেন,লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেননি। শান্তিপূর্ণ পরিবেশে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবেন।
কর্মবিরতির কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হবে জানিয়েছে ভোমরা বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরে পণ্যজটের আশঙ্কাও রয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস