মিনিকেটের বস্তায় আটাশ চাল ভরে পাঠানো হচ্ছিল ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৯ জুন ২০২২

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় মিনিকেট চালের বস্তায় প্রক্রিয়াজাত আটাশ চাল ভর্তি করার অভিযোগে তপন কুমার সাহা নামের এক মিলমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টার দিকে চালতেতলার তাপস এগ্রো ইন্ড্রাস্ট্রিজে এ অভিযান চালানো হয়। এ সময় ট্রাকভর্তি চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা খাদ্য বিভাগ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইস মিলে মিনিকেট চালের বস্তায় প্রক্রিয়াজাত আটাশ চাল ভরে ট্রাকভর্তি করে তা রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ট্রাকভর্তি চাল জব্দ করা হয়। প্রতারণা করায় মিলমালিক তপন কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে গুদামের সব চাল বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন রশিদ ও ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।