দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু
বৃহস্পতিবার (৯ জুন) বিদ্যুৎস্পৃষ্টে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে একই পরিবারের তিন নারী রয়েছেন। নিহত অপরজনের বয়স সাত বছর। তার বাড়ি নোয়াখালীর কবিরহাটে।
জাগো নিউজের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী
নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই রবিউল ইসলাম (৯) মারাত্মক আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেহজংগ পুরে এ ঘটনা ঘটে।
তৌহিদুল ইসলাম ওই এলাকার মো. নূর উল্যাহর ছেলে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শিশু রবিউল ও তৌহিদুল খেলা করছিল। একপর্যায়ে তারা সুপারি গাছ বেয়ে বসতঘরের টিনের চালে ওঠে। এ সময় তারা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস