লক্ষ্মীপুরে আদালত বর্জন করলেন আইনজীবীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৩ জুন ২০২২

লক্ষ্মীপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজের আদালত বর্জন করলেন আইনজীবীরা।

সোমবার (১৩ জুন) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। তারেক আজিজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলি আদালতের বিচারক।

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, আদালত চলাকালে বিচারক তারেক আজিজ আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে আইনজীবীদের নেতা হুমায়ুন কবির হাওলাদার সমিতির সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন। এতে বলা হয়, বিচারক তারেক আজিজ অশালীন আচরণ করায় তার আদালত বর্জন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ করায় আমরা আদালত বর্জন করেছি। সোমবার কোনো আইনজীবী ওই আদালতে অংশ নেয়নি।

কাজল কায়েস/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।