বিদ্যালয় মাঠ রক্ষায় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৪ জুন ২০২২
মানববন্ধন করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী হওয়া এ মানববন্ধনে জনপ্রতিনিধি ও স্থানীয় ছাত্রলীগ নেতাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন- মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব, স্বেচ্ছাসেবী সংগঠক রাসেল আহমেদ, আমজাদ হোসেন, শেখ ফজলুল হক মনি, বাপন চন্দ্র দাস, শওকত পাটোয়ারী ও শাহরিয়ার অন্তর।

বক্তারা বলেন, বিদ্যালয়ের মাঠটি এ অঞ্চলের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের খেলাধুলার অন্যতম স্থান। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের গাফিলতির কারণে দিন দিন মাঠটি ছোট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ে নতুন ভবন হবে, কিন্তু মাঠ দখল করে নয়।

jagonews24

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, নতুন ভবন নির্মাণে মাঠের কোনো সমস্যা হবে না। অযথা সাবেক শিক্ষার্থীরা ভবনের কাজ বন্ধ রাখতে আন্দোলন করছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম জাগো নিউজকে বলেন, ‘ভবনটি হলেও বিদ্যালয়ের মাঝখানে মাঠ থাকবে। পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী ভবন নির্মাণ কাজ শুরু হয়। এখানে কারও ব্যক্তি স্বার্থ নেই।’

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখতে আমাকে দায়িত্ব দেন। সাময়িকভাবে কাজটি বন্ধ রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।