আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর
নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বিশ্বরোডের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রতন আলীর ছেলে রাকিব (১৭) এবং পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।
স্থানীয়রা জানায়, শুভ আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের তার নানার বাড়িতে বেড়াতে আসে। একটি মোটরসাইকেল নিয়ে শুভ তার বন্ধু রাকিবের সঙ্গে ঘুরতে বের হয়। এক সময় তারা উপজেলার বিশ্বরোড দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে মোটরসাইকেল থেকে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, মরদের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্বাস আলী/এমএএইচ/