সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো দুই ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৮ জুন ২০২২

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের একসঙ্গী গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন- সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে বজলুর রহমান পলাশপোল এবিখান পেট্রল পাম্প এলাকার মৃত মঈনের ছেলে আব্দুস সালাম। আহত হাফিজুর রহমান সাতক্ষীরা নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা তিনজনই ব্যবসায়ী ও বন্ধু বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জাগো নিউজকে জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বজলুর রহমানের মৃত্যু হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। এছাড়া হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন।

আহসানুর রহমান রাজীব/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।