নিখোঁজের ৪ দিন পর মেঘনায় ভেসে উঠলো সুকানির মরদেহ
লক্ষ্মীপুরের রামগতিতে বালুবোঝাই বাল্কহেড থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজের চারদিন পর সুকানি মন্তাজ মোল্লার (৫৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ জুন) বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের মেঘনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা আমজাদ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ১৪ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বদ্দারহাট ঘাটের অদূরে বাল্কহেড থেকে পড়ে নদীতে মন্তাজ নিখোঁজ হন। পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। শনিবার বিকেলে মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় তার মরদেহ ভেসে উঠে।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম