সিলেট-সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোস্টগার্ডের ৪ নৌযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৯ জুন ২০২২

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষদের সার্বিক সহায়তা ও উদ্ধারকাজে অংশ নিতে ভোলা থেকে রওনা দিয়েছে ১৪ জনের একটি উদ্ধারকারী দল।

রোববার (১৯ জুন) সকালে ভোলা খেয়াঘাট লঞ্চঘাট থেকে চারটি দ্রুতগামী নৌযান নিয়ে রওয়ানা দেন কোস্ট গার্ড সদস্যরা।

jagonews24

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, রাতেই ওই টিমটি সিলেট ও সুনামগঞ্জ পৌঁছানোর কথা রয়েছে। সোমবার (২০ জুন) ভোর থেকে তারা পানিবন্দিদের উদ্ধারে কাজ করবেন। পাশাপাশি তাদের সার্বিক সহায়তা করবেন তারা।

এর আগেও কোস্ট গার্ডের পাঁচটি দ্রুতগামী নৌযান বন্যাকবলিত এলাকায় পৌঁছে পানিবন্দিদের উদ্ধারে কাজ করছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।