ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার
ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া আকবর হোসেন সিফাতকে (২০) ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৯ জুন) ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক আল মামুন সাগর স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন সিফাত সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়ায় তাকে পদ হতে অব্যাহতি দেওয়া হলো। একই এলাকার বাপ্পী চন্দ্র দাসকে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান রাজু জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ নেতা সিফাতের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ সিফাতকে গ্রেফতার করা হয়। রোববার (১৯ জুন) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এসজে