বন্যার পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে ডুবে সুমাইয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুন) বিকেলে পৌরসভার আদিত্যের মহাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দুপুরে স্বজনদের অগোচরে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয় সুমাইয়া। সে গাজিটেকা গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়লেখায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ১০ ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। ঢলের পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ।
আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস