নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২১ জুন ২০২২
ফাইল ছবি

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের জয় ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের সেফাতুল্যার ছেলে জমশেদ আলী (৩৫) ও জুমন আলীর ছেলে জেহের আলী (৭০)। আহতরা হলেন- কছিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৭০) এবং ফরহাদ হেসেনের ছেলে আসলাম (৪৫)।

স্থানীয়রা জানান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল মোড়ের জয় ফিলিং স্টেশনের পেছনের মাঠে জমিতে জমশেদ আলী, জেহের আলী, তৌহিদুল ইসলাম ও আসলামসহ কয়েকজন ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। তারা কাজ রেখে আশ্রয়ের জন চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। মাঠ থেকে রাস্তায় ওঠার পরই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই জমশেদ আলী ও জেহের আলী মারা যান।

এ সময় তৌহিদুল ইসলাম ও আসলাম বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে উপজেলা চেয়ারম্যান নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। এছাড়া সরকারিভাবে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।

আব্বাস আলী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।