সাতক্ষীরায় বস্তিবাসীর জীবনমান উন্নয়নে নাগরিক সংলাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:১৮ এএম, ২৮ জুন ২০২২

জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুহারা হয়ে পড়ছে উপকূলের মানুষ। তারা জমি, বাড়িঘর ও পেশা হারিয়ে জীবন-জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। প্রতি বছরই এমন হাজার হাজার মানুষ এই দুর্ভোগের শিকার হয়ে শহরে এসে বস্তির খাতায় নাম লেখাচ্ছে।

এসব বস্তিবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন নাগরিক সংলাপে অংশ নেওয়া বক্তারা।

jagonews24

সোমবার (২৭ জুন) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এ সংক্রান্ত সংলাপ হয়। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সংলাপের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী।

বক্তারা বলেন, দুর্যোগতাড়িত হয়ে সাতক্ষীরা শহরে এসে আশ্রয় খুঁজছে মানুষ। তারা এখানকার ৪৭টি সরকারি-বেসরকারি বস্তিতে মাথা গুঁজে রয়েছে। জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে বস্তির ৪৫ হাজার মানুষ। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, কর্মসংস্থানের অভাব, সুপেয় পানির সংকট, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই। এমনকি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।

jagonews24

এ অবস্থা থেকে মুক্ত করতে সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে তা যথেষ্ট নয় বলে উল্লেখ করেন বক্তারা। তারা বস্তিবাসীর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানান।

সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শহীদুর রহমান।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।