শায়েস্তাগঞ্জে মাজারের পুকুরে ভেসে ওঠা মাথার পরিচয় শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ জুলাই ২০২২
খণ্ডিত মস্তক দেখে স্বজনদের আহাজারি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাজারের পুকুরে ভেসে ওঠা দেহবিহীন মাথার পরিচয় শনাক্ত হয়েছে।

রোববার (৩ জুলাই) সকালে খণ্ডিত মাথাটি পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মারফত উল্লার ছেলে কদর আলীর বলে শনাক্ত করেছেন স্বজনরা।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহ.) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহ.) মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, স্বজনরা খণ্ডিত মাথাটি শনাক্ত করেন। দেহটি এখনো পাওয়া যায়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।