বিয়ের ২০ দিন পর সড়কে ঝরলো যুবকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২১ এএম, ০৬ জুলাই ২০২২
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক বন্ধন আহমেদ

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বন্ধন আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বন্ধন লক্ষ্মীপুর পৌরসভার মুক্তিগঞ্জ এলাকার সৌদি আরব প্রবাসী শ্যামল আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ২০ দিন আগে বিয়ে করেন বন্ধন। মঙ্গলবার বিকেলে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাদামতলী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুজনই আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য বন্ধনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা। পথেই তিনি মারা যান।

বন্ধনের ফুফা বেলাল হোসেন বলেন, ছেলেটি কিছুদিন হলো বিয়ে করেছে। তার স্ত্রীর হাতের মেহেদির রঙ এখনো যায়নি৷ এরমধ্যেই ছেলেটি মারা গেলো। তার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।