বন্যার পানি কমায় মৌলভীবাজারে পানিবাহিত রোগ বাড়ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৭ জুলাই ২০২২

মৌলভীবাজারে বন্যার পানি কমতে শুরু করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা। গত ১৫ দিনে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২২ জন। বেশি আক্রান্ত হচ্ছেন রাজনগর ও কুলাউড়া উপজেলার মানুষ। আক্রান্তদের মধ্যে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

jagonews24

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, জেলার মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদ-নদীর পানি ধীরগতিতে কমছে। গত ২৪ ঘণ্টায় মনু নদীর পানি অপরিবর্তিত রয়েছে। ধলাই নদীর পানি কমছে। উজানে বৃষ্টি হওয়ায় কুশিয়ারা নদীর পানি কিছুটা বেড়েছে।

জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অন্তত ২০ ইউনিয়ন এখনও বন্যাকবলিত রয়েছে। গত কয়েকদিন পানি কিছুটা কমেছে। হাকালুকি হাওর ও কাউয়াদিঘি হাওরের তীরবর্তী এলাকা এখনও পানিতে ডুবে রয়েছে।

jagonews24

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বন্যায় মৌলভীবাজারে সাত উপজেলার ৪১ ইউনিয়নের ৬০ হাজার ১১ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ হাজার ৩০৯টি ঘরবাড়ি ও চার হাজার ৬৮০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় ৪৫ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, বন্যাকবলিত এলাকায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত জেলায় বিভিন্ন পানিবাহিত রোগে দুই হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। বিভিন্ন এলাকায় আটজনের মৃত্যু হয়েছে।

আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।