ঘাটে এলেই ফেরিতে উঠতে পারছেন ঘরমুখো মানুষ, সারি নেই গাড়িরও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৯ জুলাই ২০২২
ভোগান্তি ছাড়া ফেরিতে উঠছেন ঘরমুখো মানুষ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের আগের দিন যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ঘাটে যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি থাকলেও ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছেন।

শনিবার (৭ জুলাই) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই ঘাটে যাত্রীর চাপ বেশি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন বাড়ির পথে। ঘাটে ফেরি ভিড়তেই তারা দৌড়ে উঠে পড়ছেন।

একই অবস্থা ছোটবড় যানবাহনগুলোরও। রাজধানী ছেড়ে আসা দূরপাল্লার বাস, ছোট গাড়ি, ট্রাকগুলোও ঘাটে এসেই ফেরি পার হতে পারছে। পারের অপেক্ষায় আর বসে থাকতে হচ্ছে না তাদের। এজন্য পরিবহন চালক ও যাত্রীরা স্বস্তি জানিয়েছে। ভোগান্তি ছাড়া লঞ্চেও পার হচ্ছে ঘরমুখো মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, শনিবার সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। ঘাটে অপেক্ষমাণ কোনো যানবাহন নেই। তাই স্বস্তি নিয়েই ফেরি পার হতে পারছে ঘরমুখো মানুষ।

যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ২১টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।