সাতক্ষীরায় জোড়া খুন মামলার ৪ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ জুলাই ২০২২
গ্রেফতার আসামিরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় করা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ জুলাই) রাতে খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৬। পরে আসামিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- লাল্টু বাহিনীর অন্যতম সদস্য মো. নাসির উদ্দীন কয়াল (৩২), মো. আলাউদ্দীন গাজী (২৯), মো. সাদেক আলী গাজী (৩৯) ও আলমগীর হোসেন মালী (২২)। তারা সবাই শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ৮ জুলাই বিকেলে একটি তুচ্ছ ঘটনায় বিরোধ নিয়ে টেংরাখালী গ্রামে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মিটিং চলাকালে লাল্টু বাহিনীর প্রধান আব্দুল হামিদ লাল্টু এবং তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে তাদের সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, দা, লাঠি, হকিস্টিক, জিআই পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আহত ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক আহত আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাদের শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় মো. আব্দুল বারী বাদী হয়ে শ্যামনগর থানায় ৭৩ জন এজাহার নামীয় আসামিসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।