বাসচাপায় দুজন নিহত, সেলফি পরিবহনে ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৩ জুলাই ২০২২

মানিকগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা ঘাতক সেলফি পরিবহনের দুটি বাসে ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা কালীগঙ্গা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৫) ও তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী অশিকুর রহমান (২৫)। দুর্ঘটনায় আহত হন তাদের আরেক বন্ধু হাসিবুর রহমান। তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ শহর থেকে এক মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। তরা কালিগঙ্গা সেতুর ওপর উঠলে পেছন থেকে সেলফি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কলেজছাত্র জুয়েল ও তার বন্ধু আশিক। আহত হন আরেক বন্ধু হাসিবুর।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেলফি পরিবহনের বাসটি আটক করে ভাঙচুর করেন। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে আরেকটি সেলফি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বি.এম খোরশেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।