ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ জুলাই ২০২২

ঈদুল আজহার চার দিনের ছুটি শেষে বুধবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে আবারও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।

এদিকে গত চারদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক মাকছুদ খান জাগো নিউজকে জানান, বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আমেজ শেষে দুই এক দিনের মধ্যে বন্দরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জাগো নিউজকে জানান, সরকারি ছুটি তিন দিন হলেও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন যৌথভাবে ১ দিন বাড়তি ছুটি ঘোষণা করে। তবে গতকালও বন্দরের সব সরকারি অফিস খোলা ছিল।

ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে এ চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।