হবিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৩ জুলাই ২০২২
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও পরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)। দুর্ঘটনায় রনি নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। মোটরসাইকেলযোগে তিন যুবক মহাসড়কের ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় রনি নামে আরেকজনকে উদ্বার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।