পথে পথে মানসিক ভারসাম্যহীন মাকে খুঁজে ফিরছেন ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২১ জুলাই ২০২২

মানসিক ভারসাম্যহীন মাকে ফিরে পেতে পথে পথে ঘুরছেন সন্তান। বুধবার (২০ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ভারসাম্যহীন মাকে খুঁজতে দেখা যায় তাকে।

মা হারানো এই সন্তান মো. রবিউল জাগো নিউজকে বলেন, আমার মায়ের নাম মোছা. মোমেনা খাতুন (৫৫)। আমাদের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাজিয়াড়া গ্রামে। আমার মা তার নাতনি সোনিয়ার বাড়িতে মাগুরা শহরে বেড়াতে যান। দুই দিন থাকার পর গত ২০ জুন আনুমানিক দুপুর ১২টার দিকে মাগুরা জেলখানার সামনে মো. আজগার আলীর বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২২ জুন মাগুরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়, যার নম্বর ১২৮৬।

রবিউল জানান, জানতে পারি মা ফরিদপুর শহরে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তারই সন্ধানে আমার ফরিদপুরে আসা। আজ পাঁচ দিন একবেলা খেয়ে মসজিদ, মাদরাসার বারান্দায় রাত কাটাচ্ছি। আমরা তিনটি ভাই। মা ছাড়া দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই আমাদের। আমার মা অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন।

তিনি বলেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার মায়ের সন্ধান দিতে পারেন তাকে ৫০০০ হাজার টাকা খুশি মনে প্রদান করবো। আমার মা তার তিন সন্তানের নাম বলতে পারেন, মো. রফিকুল, শফিকুল, রবিউল। মা সর্বদা মাথায় কাপড় দিয়ে থাকেন।

যোগাযোগের ঠিকানা- মো. আজগার মোল্লা, ফোন নং ০১৮৮০৭৮০৩৬৫ ও রবিউল, ফোন নং ০১৩২৪২৮৫৯৪৪।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।