প্রতারণার মামলায় এফসিসিবিএল’র সাবেক সভাপতি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ জুলাই ২০২২
এফসিসিবিএল’র সাবেক সভাপতি শেখ ফয়েজ আহমেদ

প্রতারণার মামলায় ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের (এফসিসিবিএল) সাবেক সভাপতি শেখ ফয়েজ আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ফয়েজ আহমেদ ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার খোদাবক্স রোড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, লুৎফর রহমান নামের এক ব্যক্তি এফসিসিবিএল’র গ্রাহক হিসেবে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মেয়াদি আমানত হিসেবে ৫০ হাজার এবং ডিপিএস (মাসিক সঞ্চয় প্রকল্প) বাবদ ২০ হাজার টাকা জমা রাখেন। পরে তিনি জানতে পারেন ওই ব্যাংকের অর্থ লেনদেন করার কোনো অনুমতি নেই। এ কথা জানার পর তিনি ২০২১ সালের ১৫ জুলাই, ১৬ আগস্ট ও ৬ অক্টোবর তিনবারের মতো লিখিত আবেদন করেন।

আবেদন করেও টাকা ফেরত না পাওয়ায় সর্বশেষ চলতি বছরের ১৭ জুলাই মৌখিকভাবে টাকা চাইলে শেখ ফয়েজ তা অস্বীকার করেন এবং তাকে ভয়ভীতি দেখান।

এ মামলায় ফরিদপুর সেন্ট্রাল অপারেটিভ ব্যাংকের সাবেক সভাপতি শেখ ফয়েজ ছাড়াও ওই ব্যাংকের বর্তমান সভাপতি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বড়মাধবদিয়া গ্রামের বাসিন্দা এনায়েত হোসেনকেও (৪৩) আসামি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। এ মামলার অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।