পর্যটনে দেশে অপার সম্ভাবনা রয়েছে: কে এম খালিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২২ জুলাই ২০২২

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মান উন্নয়নের মাধ্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। পর্যটন ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুর ২টায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। নওগাঁ, নাটোর, চাঁপাইবনাবগঞ্জ ও রাজশাহীর বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। বরেন্দ্র সভ্যতার যে ইতিহাস সেটি পাহাড়পুর বৌদ্ধ বিহার ধারণ করেছে।

jagonews24

প্রতিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পর্যটন খাতকে অধিক গুরুত্ব প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক রতন চন্দ্র পণ্ডিতের সভাপতিত্ব সভায় নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপুর) মাইনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।