১৬ মামলার আসামি ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ৩১ জুলাই ২০২২

সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি-জমিদখলসহ নানা অপরাধে করা ১৬ মামলার আসামি ছাত্রলীগ নেতা রবিন সরদারকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মগবাজার এলাকার তালতলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিন সরদার শরিয়তপুরের গোসাইরহাট এলাকার নুরুজ্জামান সরদারের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রবিন সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি ও ভূমিদখলসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। তার দেওয়া তথ্যমতে মহানগরের পশ্চিম জয়দেবপুরের গোল্ডেল টাওয়ারের একটি বাসা থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।