দুই ট্রেনের মাঝখানে পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০১ আগস্ট ২০২২
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর পুবাইলে ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গী-ভৈরব রেলসড়কের পুবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোকন মিয়া পূবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুব হোসেন জানান, খোকন মিয়া সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন দিয়ে হেঁটে পুবাইল কলেজ গেট এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ঢাকাগামী সিলেট মেইল ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল এবং বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছিল। দুই দিক থেকে দুটি ট্রেন আসায় খোকন মিয়া দ্বিধায় পড়ে এক লাইন থেকে অপর লাইনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সিলেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।