পত্নীতলায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৩ আগস্ট ২০২২
ফাইল ছবি

নওগাঁর পত্নীতলায় মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মহব্বত আলী নামে এক কিশোরসহ দুইটি গরু মারা গেছে।

বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরাপুর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কিশোর কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের এছার আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত কিশোর মহব্বত আলী পাশের মিরাপুর গ্রামের মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যায়। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। বজ্রপাতে দুটি গরুও মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

আব্বাস আলী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।