সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ, ২৩ ঘণ্টা পর মিললো মরদেহ

নাটোরের গুরুদাসপুরে সাঁতারে নদী পার হওয়ার সময় নিখোঁজ ইমান আলীর (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের ২১ ঘণ্টা পর শনিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজিপুর গ্রামের আত্রাইয়ের শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইমান আলী পৌরসভার চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত খয়ের মোল্লার ছেলে।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ইমান আলী। এ সময় আত্রাইয়ের শাখা নদীতে কোনো নৌকা না পেয়ে সাঁতারে পার হওয়ার সময় পানিতে ডুবে যান তিনি।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয় এবং শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। বেলা ১১টার দিকে ইমান আলীর মরদেহ নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম