বেজির জন্য পাতা ফাঁদে প্রাণ গেলো বিধবার
নাটোরের লালপুরে বেজির জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রানী শীল ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।
তার ছেলে শুভ শীল জানান, গত কয়েকদিন ধরে খামারে বেজি ঢুকে ১২০টি মুরগি মেরে ফেলে। বেজির জন্য তার দিয়ে খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন মা। সকালে নিজের অসাবধানতায় ওই বিদ্যুৎ সংযোগে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, প্রায় নয় বছর আগে সমর চন্দ্রশীল মারা যাওয়ার পর ছেলে-মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন রিনা রানী শীল। তার মেয়ে সম্পা শীলের বিয়ের পর একমাত্র ছেলে শুভ শীলকে নিয়ে একাই থাকতেন রিনা। শুভ শীল গোপালপুর ডিগ্রি কলেজে স্নাতক বিভাগে পড়াশোনার পাশাপাশি পরিবারের দেখাশোনা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসজে/এএসএম