সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলারসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২১ আগস্ট ২০২২

নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক ট্রাক ইউরিয়া সার কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- কবিরহাট উপজেলার ১ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের সারের ডিলার ও ফলহারী গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে আনোয়ার হোসেন মিলন (৪৫) ও সার বোঝাই ট্রাকের চালক নরোত্তমপুর গ্রামের খোকন মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (১৯)।

শনিবার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ট্রাকভর্তি সারসহ ওই দুজনকে আটক করে মাওলানা বাজারের স্থানীয় লোকজন। সারগুলো পাক মুন্সিরহাটে এক ব্যবসায়ীর কাছে নেওয়া হচ্ছিল। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি সার কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য নেওয়ার সময় স্থানীয় লোকজন সারের ট্রাকসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ডিলারসহ দুইজনকে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।