আগের মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা, আন্দোলন প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২২ আগস্ট ২০২২
কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা

কর্মবিরতি প্রত্যাহার করে আগের মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি বলেন, রোববার রাতে জেলা প্রশাসকের সঙ্গে আমাদের বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। তার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে ১২০ টাকা মজুরিতে সোমবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

নৃপেন পাল বলেন, বৈঠকে দুর্গাপূজার আগে শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য আবেদন করবেন। শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে দাখিল করবেন। জেলা প্রশাসক সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন। বাগান মালিকরা প্রচলিত প্রথা অনুযায়ী ধর্মঘটকালীন মজুরি শ্রমিকদের পরিশোধ করবেন বলে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করেছেন। সোমবার সকাল থেকে তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ চা-শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০ আগস্ট শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের চা-শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। এরপর চলমান কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান শ্রমিক নেতারা। কিন্তু সাধারণ শ্রমিকদের চাপে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়ন।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।