ফোন হারিয়ে নতুন স্মার্টফোন উপহার পেলেন ইবি শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ আগস্ট ২০২২

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নিজের স্মার্টফোনটি হারিয়ে ফেলেছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষার্থী চায়না খাতুন। ফোনটি হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তাকে নতুন একটি স্মার্টফোন উপহার দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

সোমবার (২২ আগস্ট) দুপুরে ওই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে স্মার্টফোন তুলে দেন ইউএনও। মাত্র একদিনের ব্যবধানে হারানো ফোনের বদলে একটি স্মার্টফোন উপহার পেয়ে ভীষণ খুশি চায়না খাতুন।

চায়না খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, চায়না খাতুন টিউশন করে নিজের ও পরিবারের খরচ চালান। বাড়ি থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেন। রোববার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কুমারখালীর পান্টি এলাকায় তার ব্যবহৃত অপো এ-১৬ মডেলের স্মার্টফোনটি হারিয়ে যায়। ফোনটি তার পড়াশোনা ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফোন হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন।

jagonews24

রোববার রাতে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান নয়ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীর স্মার্টফোন হারানোর বিষয়টি তুলে ধরে একটি পোস্ট দেন। বিষয়টি কুমারখালীর ইউএনও বিতান কুমার মন্ডলের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীকে স্মার্টফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার দুপুরে ওই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে একটি নতুন আইটেল থ্রি ভিশন মডলের স্মার্টফোন তুলে দেন।

এ বিষয়ে চায়না খাতুন বলেন, ‘ফোনটি আমার পড়াশোনা ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফোন হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। ইউএনও স্যার একটি স্মার্টফোন উপহার দিয়েছেন। এতে আমি খুব খুশি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ফেসবুকে ইবিছাত্রীর স্মার্টফোন হারানোর বিষয়টি জানতে পারি। একজন শিক্ষার্থীর জন্য স্মার্টফোন গুরুত্বপূর্ণ। তাই তাকে একটি স্মার্টফোন উপহার দেওয়া হয়েছে। আমাদের সবার উচিত সাধ্যমতো মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো।’

আল-মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।